আমাকে স্বাধীনতা দাও, নয়তোবা মরণ,
অশ্রু-ঘাম-রক্ত দিয়ে, করিব হেসে বরণ।
এই ছাড়া দেয়ার নেই যে কিছুই আর,
প্রাণ দিয়েই ভাঙ্গবো শিকল, পরাধীনতার।
পারিনা সইতে আর অত্যাচার-জুলুম,  
দাও মুক্ত স্বাধীনতা, নয়তো মৃত্যু-ঘুম।।
চাই না এ ভোগ ভাণ্ডার, রাজত্ত্ব-প্রাসাদ,
কাল স্বর্গ সনদ গোলামীর আশীর্বাদ।  
চাই শুধু মুক্ত আকাশ, নিষ্কণ্টক বিচরণ,
আমাকে স্বাধীনতা দাও, নয়তোবা মরণ।।
স্বপ্নেরা বুকে বন্দী, ইচ্ছেরা ক্ষত-বিক্ষত,  
অসভ্যতার পদতলে, সভ্যতার মাথা নত।
কণ্ঠ নালী ছিঁড়ে আজ যে গান গাই,
করি সত্যর বিরোধিতা,মিথ্যার সাফাই।
আত্মবিলাপ, বাকরুদ্ধতা, ধরি বোবার বান,
আমারি নীরবতা মনুষ্যত্বের হয় অপমান।
চাইনা এই নির্বাক জীবন, হৃদয়ে রক্তক্ষরণ,
আমাকে স্বাধীনতা দাও, নয়তোবা মরণ।।