এসো তুমি ধরার ধূলায়, হে নব অতিথি,
ঊষা হয়ে ফোটো তুমি, ভেদিয়া আঁধার তিথি।
আজকে তুমি শিশু, কাণ্ডারি আগামীর,
আছি তোমার পথ চেয়ে, হে মহান বীর।
আজ এ বিশ্ব অগোছালো, নেতৃত্ব শূন্য,
তুমি-ই করিবে, নির্ঝঞ্ঝাট-হৃদ্যতা পূর্ণ।
যত বোমা কামান বুলেট বারুদের গন্ধ,
তোমার পদ চারনায় মিটবে যত দন্দ।  
চার দিকে আঁধার, হানাহানি হাহাকার,
সত্য মশাল, পথ্য করে আনবে চিনে অধিকার।
নিয়ে এসো শান্তির বাণী, মহানুভবতা,
মুছে দিতে যত শত পুরনো, হৃদয়ের ব্যথা।
আমাদের স্বপ্ন যত, প্রজন্ম তোমার চোখে,
শত বছরের শত আশা বেঁধেছি এ বুকে ।
নিয়ে এসো উদার আকাশ, ভুলি ভেদা-ভেদ,
চির পূর্ণিমার স্নিগ্ধ হাঁসি, উন্নত প্রেম-অভেদ।।