বিদ্রোহ বজ্রানলে-
সকল বাঁধার প্রাচীর ঠেলে,
ওঠ বিদ্রোহী,ওঠরে জ্বলে।
জালিমের যত শাসন,
শোষকের রক্ত শোষণ,
ছদ্মবেশির ছদ্ম-বসন,
দে খুলে দে, পদ ধলে-
আবার তুই ওঠরে জ্বলে।
অত্যাচারীর কালো হাত,
ধর্ষকের নয়ন পাত,
নাগিনীর বিষ দাঁত,
দেরে দে উপড়ে ফেলে-
আবার তুই ওঠরে জ্বলে।
দাজ্জালের নষ্ট নীতি,
শয়তানের যত প্রীতি,
অসভ্যদের সুনাম-খ্যাতি,
ভাসিয়ে দে রক্ত ঢলে-
আবার তুই ওঠরে জ্বলে।
যত হায়না পুঁজিবাদ,
ভণ্ডদের দন্দ বিবাদ,
খেয়ালী বিধির সাধ,
ধূলিসাৎ কর ধূলি তলে।
আবার তুই ওঠরে জ্বলে।
রাক্ষসীর রক্ত নেশা,
শকুনির স্বপ্ন আশা,
যত সব সর্বনাশা,
ভেঙ্গে দে বিকলে-
আবার তুই ওঠরে জ্বলে।।