হায় ইমানদার, ঈমান নিয়ে করি এতো বারাবাড়ি,
মুখে মুখে শুধু ঈমানদার সাজি, আমলের পথ ছাড়ি।
ঈমান নেহাত এত-ই দুর্বল, এতটাই শক্তি হীন,
পাপে মগ্ন মন, পাপের কাছেই, বিকৃত প্রতিদিন।
যে ঈমান পারেনা আমায়, মসজিদে নিয়ে যেতে,
সে ঈমান নিয়ে, কিভাবে যাবো, আমি জান্নাতে ।
পারেনা ঈমান ঠেকাতে আমায়, মিথ্যা, গীবত থেকে,
কু-দৃষ্টি, কু-ভাবনায়, যাই সদা কু-কর্মের ছাপ রেখে।
প্রতি পদে পদে, পাপের নদে, ডুবে পাপিষ্ঠ মন,
মোহ-লালসা, দম্ভের সাথে, ভাঙ্গি যত শত পণ।
নেই কোন ভয়, আমারি জয়, হৃদয়ে পাপের ঘাঁটি,  
তবু যেন হায়, এই দুনিয়ায়, আমিই সবচে খাঁটি।