কিসের আবার বর্ষ বরণ, কিসের জন্মদিন,
নির্ধারিত হায়াত আমার,কালের গর্ভে বিলিন।
কি করেছি, কি গড়েছি, কি ছিল মোর করার,
আখেরাত ত্যাজ্য করে, উম্মাদ হয়েছি ধরার।
কিসের এত রঙ্গ তামাসা, আনন্দ আত্মহারা,
অনিশ্চিত এ ভাগ্য লিখন, শিয়রে মৃত্যু জরা।
প্রতিনিয়তই ডাকছে কবর, সাপ-বিচ্ছুর ঘর,
নরক কুণ্ডের ভয়-ভীতিতে, হৃদকম্প থরথর।
কি হবে মোর হাশর দিবস,আমলনামার হাত,
মিজানের হয় কি উপায়, পারাপার পুলসিরাত।
কেমনে আসে এত হাঁসি গান, ক্ষণ-পরীক্ষাগারে,
কি নিয়ে বলো  দেবো পাড়ি, অনন্ত পারাপারে।
সকল খেলাই সাঙ্গ হবে, সে খবর কি মোর আছে,
কি বা দেবো জবাব আমি, মহান আল্লাহ‌র কাছে।
  
অতীতের যত ভুল-পাপ, সদা করি এই পণ,  
আত্মশুদ্ধি পরম প্রাপ্তি, পুণ্যে গড়ি আশু-জীবন।