দখলবাজির ধকল সইবো কত আর,
চারদিকে দখলবাজির দাপুটে কারবার।
চর-জমি শেষে, সরকারি সম্পদ,
ক্লাব-সংগঠন, যত ক্ষমতার পদ।
অছাত্রদের দখলে শীর্ষ বিদ্যাপীঠ,
টেন্ডার, ভোট কেন্দ্র, সর্বত্রই সিন্ডিকেট।
খাল-বিল, নদী-নালা, ফুটপাথ-বস্তি,
দখল পাল্টা দখল চলছেই ধস্তা-ধস্তি।
সংঘাত-সংঘর্ষ, দলীয় পরিচয়,
ক্ষমতার প্রভাব, অস্ত্রের ভয়।
আইন শৃঙ্খলা বাহিনির সহযোগিতা,
দখলবাজির দৌরাত্ম্য নিঃস্ব-নির্যাতিতা।
সাস্থ্য-চিকিৎসা, শিক্ষক-শিক্ষানীতি,
দখলবাজদের ধকলে শিল্প-সংস্কৃতি।  
বাস-ট্রাক, রেল-লেক, লঞ্চ-টার্মিনাল,
বাজার-মাজার, পাহাড়-পর্বত, খাল।
মাঠ-ঘাট, পার্ক, অফিস-আদালত,
স্বাধীনতা-সংগ্রাম, যত চিন্তা-মত।
অন্দর-বন্দর, ঘর- বাড়ি, ঘরের বৌ,
সর্বত্রই শোনা যায় গুয়ে মাছির ভোঁ।
চারদিকে লুটপাট,দাঙ্গা-হাঙ্গামা,
কেড়ে নিচ্ছে মুখের আহার, দিচ্ছে হুতামা।
পাচ্ছেনা রেহাই মসজিদ-মাদ্রাসা, কবর-চিতা,
সরকারই যেন এই দখল বাজদের পিতা।।