অন্যর পাপ হিসাব করে, যায় কি মোছা নিজের পাপ ?
নিজ ভুলের মাশুল নিজেই, চাও ক্ষমা, হও অনুতাপ ।
নিজের পাপ ঢেকে দিতে, দাও কেন মন পরের দোহাই ?
অন্যর পাপের ভাগ-ভাটরা, আমি কি আর নেবো ভাই।
সকল মানব দিতেই হবে, স্ব-স্ব পাপের সকল হিসাব,
জান্নাতের ঘ্রান মিলবেনা, যদি না হয় দিল, পূর্ণ সাফ।
এসো ক্ষমা মাগি, তওবা করি, অনুশোচিত মানস পটে,
করি প্রার্থনা, চাই হেফাজত,জীবনে যেন পাপ নাহি ঘটে।।