আমি জঙ্গিবাদী, জঙ্গি মতবাদ করি হৃদয়ে পোষণ,
আমি করি যুদ্ধ ঘোষণা, যারা করে দুর্নীতি আর শোষণ।
আমি ছিন্ন করি যত স্বজন প্রীতি, মিথ্যে ভালবাসা-প্রেম,
আমি আল্লাহ‌র জমিনে, আল্লাহ‌র দ্বীন করিব কায়েম।
আমি চির মিথ্যাদ্রোহী, জিহাদই আমার জীবন,
আল্লাহ‌র কাছে দয়া ভিক্ষা যাচি, চাই শহীদি মরণ।
আয় মুসলমান রজ্জু ধরি, ওঠ জেগে মমিন,
ধমান্ধ্ররা ধর্মের নামে, হচ্ছে সু-পথ হীন।
জং-যুদ্ধ-জিহাদের, অপব্যাখ্যা করে,
ইসলামের গায়ে কলঙ্ক মিশিয়ে, যায় নরকের তরে।
                               ইহুদী-নাসারার দল---
যুগে যুগে কত ফন্দি আঁকিল, করিতে ইসলাম তল।
                               সত্য রহিয়াছে জাগি--
আগুনে চাপা দিতে গেলেই, আগুন উঠে আরও রাগি।
ইসলাম বলে, মারো যদি মানব, এক নিরপরাধেরে,
সে যেন করিল হত্যা, পৃথিবীর সকল মানবেরে ।
কেন হত্যা কর সংখ্যালঘু , কে দিলো এ আদেশ ?
স্বয়ং আল্লাহ আমানত স্বরূপ, করিল তাদের পেশ।
তবে কেন এই আতঙ্ক ছড়াও, দিচ্ছ কিসের দোহাই,
ইসলামের সাথে তোদের, কোন সম্পর্ক নাই।
                         তোরা নরকের কীট--
ইসলামে নাই কো তোদের ভিত।
                              ধর্ম জ্ঞান হীন---
‌ধর্মের গাড়ে চাপিয়ে দিলো, মিথ্যে যত সব ঋণ।
বলেনি ইসলাম, কোন পাপীরে, পাপের শাস্তি তুই দিতে,
পাপীরে তুই তুলে দে, রাষ্ট্রীয় আইনের হাতে।
                       নাস্তিক্য সংবিধান------------
তাঁর বিরুদ্ধে করো জিহাদ, ইসলামি আইন প্রদান।
যুগে যুগে যত নবী রাসুল, করিছে একটি কাজ,
আল্লাহ‌র জমিনে আল্লাহ‌র আইন,পূর্ণ প্রতিষ্ঠার সাঁজ।
ধর্মের রসি ছাড়ি, কেন করো বাড়াবাড়ি ?
তোমার আদর্শে মুগ্ধ করে, সকল হৃদয় লও কাড়ি।।
  
যারা চালায় ওই হত্যাযজ্ঞ, যত গুম- অপহরণ,
তাদের তরেই আমার এ লড়াই চলবে আমরণ।
নির্যাতিত নিপীড়িত যত মজলুম জনতা,
তাদের অধিকার আদায়ে আমার জেগেছে মানবতা।।