আজ কি আমরা এসেই গেলাম ? কেয়ামতের কাছাকাছি,
চোখের সামনেই, মা-বোনকে ধর্ষণ, আমি পালিয়ে বাঁচি।
ঈমানতো কবেই মরে গেছে, বেঁচে আছে ঈমান আলী,
ভাই-বোনের ঐ লাশের পাশে, দিচ্ছি কর তালি।
মনুষ্যত্ববোধ মরে গেছে, মুছে গেছে মানবতা,
কেউ দেখিনা, কেউ বুঝিনা, শুনিনা পরের ব্যথা।
ঘাতকের বুকে মাথা রেখে, ভাইকে গিয়াছি ভুলে,
ভাই মারতে ঘাতকের হাতে, দিচ্ছি অস্ত্র তুলে।
আবার লাশের উপর নৃত্য করি, রক্ত দিয়ে হলি,
শত হাহাকার, আহাজারি চিৎকার, সদা এড়িয়ে চলি।
চারদিকে হানাহানি, কেউ যেন কারো না,
মৃত্যুদাতা জানেনা কারণ, যে মরে সেও না।  
ছিলাম আমরা প্রভুর প্রিয়, সৃষ্টির সেরা জীব,
আজকে পাপের বাদশা মোরা, পাপ পূজারী ক্লীব।
                                ---পাপের স্বর্গ গড়ি,
মোদের পাপের তপ্ত তাপে, শয়তান গিয়াছে ছাড়ি।
                             ---হিংস্রতার হীন জ্ঞান,
জাহিল যুগেরে হার মানিয়ে আমরা চ্যাম্পিয়ান।।