যা করনা, বল কেন? দাও কেন মন পরের দোহাই ?
ভাল কথা বলতে হলে, ভালো হওয়ার বিকল্প নাই।
নিজ ছতরের ধার ধারনা, পরের মাথায় গোমটা খোঁজ,
পাগড়ির আমল করতে গিয়ে, লুঙ্গি খুলে মাথায় গুঁজো।
পাপ সাগরে ডুবে তবু, ধরছ কেবল সাধুর ভান,
বিখ্যাত সাঁজতে গিয়ে, করছ কামাই জাহান্নাম।
কথায় কথায় যুক্তি দেখাও, তর্ক বাঁধো বেমালুম,
পরের শ্রী-তে কাতর হয়ে, নষ্ট করছ চোখের ঘুম।
অলস-বেকার ভাবছ বসে, পেতাম যদি রাজার ধন,
হতাম আমি সবার রাজা, কুর্নিশ করত জনগন।
মিথ্যে স্বপ্ন দেখে দেখে, করছ জীবন অতি ক্ষয়,
স্বপ্ন দেখ সাধ্যর মাঝে, ধর্মে কর্মে করো জয়।।