সালাত মানে নামাজ, তবে নামাজ মানে কি?
নামাজ মানে বক্রতা দূর,দূর করা দ্বীনের ফাঁকি।
নামাজ মানে ন্যায় প্রতিষ্ঠা, ছাড়িয়া অন্যায় কাজ,
নামাজ মানে মুমিন-মুক্তাকির ঐক্যবদ্ধ সমাজ।
নামাজ মানে ধনী-গরীব ত্যাগ করা সকল বিবাদ,
নামাজ মানে প্রদর্শন নয়,এক আল্লাহ্‌র একত্ববাদ।  
নামাজ মানে আল্লাহ পাকের,পরম সাক্ষাত লাভ,
নামাজ মানে জান্নাত গমন, ছাড়িয়া সকল পাপ।