স্বাধীনতা তুমি   শিল্পপতি পুত্র, পিতার ভিক্ষার থালা,
স্বাধীনতা তুমি   অভুক্ত মায়ের, মৃত্যু-ক্ষুধার জ্বালা।
স্বাধীনতা তুমি   ধর্ষিতা বোনের, রক্ত ঝরা লাশ,
স্বাধীনতা তুমি   খুনি লম্পটের, আনন্দ-উল্লাস।
স্বাধীনতা তুমি   রাষ্ট্রীয় স্বীকৃত পতিতা পল্লী-বাস,
স্বাধীনতা তুমি   মদ জুয়ার এক কলঙ্কিত ইতিহাস।
স্বাধীনতা তুমি   দুর্নীতি, দুঃশাসনের বিশ্ব-শীর্ষস্থান,
স্বাধীনতা তুমি   শাসকের গুলিতে ঝাঁঝরা নির্দোষ প্রাণ।
স্বাধীনতা তুমি   সত্যবাদীর বাকরুদ্ধ-নাভিশ্বাস,
স্বাধীনতা তুমি   রক্ষক গোষ্ঠীর অবৈধ যত গ্রাস।
স্বাধীনতা তুমি   মা ঠে ময়দানে রক্তের হলি খেলা,
স্বাধীনতা তুমি   চোর গুণ্ডাদের দাপটে মিলন মেলা।
স্বাধীনতা তুমি   ধর্মের নামে কু-কর্মের স্বীকৃতি,
স্বাধীনতা তুমি   অধিকার হননে অসভ্য নারী নীতি।
স্বাধীনতা তুমি   মুক্ত মনার মুক্ত কথায় অনুভুতিতে আঘাত,
স্বাধীনতা তুমি   বিচার প্রার্থী শত মজলুমের অশ্রু ধারাপাত।
স্বাধীনতা তুমি   শিক্ষা নামে পাঠ্য বইয়ে যৌনতার ছড়াছরি,
স্বাধীনতা তুমি   দলীয় প্রীতিতে অযোগ্যদের অনায়াসে চাকুরী।
স্বাধীনতা তুমি   প্রশ্নপত্র ফাঁস আর নকলের মাতামাতি,
স্বাধীনতা তুমি   দিচ্ছ উপহার মেরুদণ্ড হীন অসভ্য এক জাতি।
স্বাধীনতা তুমি   আঙ্গুল ফুলে কলাগাছ কত যে চামার-চাড়াল,
স্বাধীনতা তুমি   কোন স্বাদের, বলো টক-মিষ্টি না ঝাল।
স্বাধীনতা তুমি   না পাওয়ার ব্যথা, দিয়ে শত মুক্তিপণ,
স্বাধীনতা তুমি   এক জেলে বন্দী, ষোল কোটি জনগন।।