উৎসর্গ-- আসরের সকল কবি বন্ধুদের।




হাওয়াই ভালোবাসা ছিল হাওয়ায় হাওয়ায় ভেসে,
আজকে যে সে দিল ধরা, এই ধুলার ধরায় এসে।
ছিলাম মোরা চির অচেনা, অজানা শত কবি প্রাণ,
আজ হল মোদের জানা শোনা, মিলনের আহ্বান।
যে যুগে একই ছাদের তলায় কেউ নেয়না খবর,
সে যুগে দূর দুরন্ত কবি প্রাণ,করিছে মিলন আসর।
আজকে দেখ আনন্দ দোলায়, নেচে উঠে কবি মন,
শান্তির মশাল বুকে নিয়ে, করছে কবি বিশ্ব বিচরণ।  
জগতের যত সভ্যতা, আনিছে সাহিত্য প্রেমী,
সাহিত্যর ভাষায় বলিছে কথা, মোদের অন্তর্যামী।