ধৈর্য ধর হে মুমিন, ধৈর্য মাঝে প্রেম রয়,
ধৈর্য প্রভুর শ্রেষ্ঠ সম্পদ, চির কল্যাণ ময়।
ধৈর্য ধরে আদম কাঁদিলেন সাড়ে তিন’শ বছর,
অতপর,ক্ষমায় শুচি হল, আদমের অন্তর।
সাড়ে নয়’শ বছর ধরে, দ্বীনের দাওয়াতে নূহ,
শত লাঞ্ছনা-বঞ্ছনায়, বলেননি কভু ওহ।
মাছের পেটে ইউনুছ নবী,চল্লিশটি দিন ধরে,
দোয়া-তাসবিহ পড়েছিলেন,এক আল্লাহ‌র পরে।
আইয়ুব নবীর সর্ব গায়ে পোকার বসতি,
ধৈর্য ধরেছে কত বছর, সেবায় রহিমা সতী।
করাতের আঘাতে দেখ, দেহ হল দুই ভাগ,
প্রভু হতে জাকারিয়া পেয়েছিলেন ধৈর্যের ডাক।
সয়েছে মুসা ফেরাউন-জাতির কত অত্যাচার,
ধৈর্যের ফলে, নীল নদ জলে রাস্তায় হল পার।
তপ্ত আগুনে ইব্রাহিম সিক্ত, তা সকলে জানি,
কত ধৈর্য, কত প্রেমের ফসল, পুত্র কুরবানি।
প্রতীক্ষায় ইয়াকুব জীবনভর দিলেন ধৈর্য পরীক্ষা,  
ধৈর্যের মাঝে ইউসুফ দিয়েছেন ত্যাগেরই শিক্ষা।
কত ধৈর্য, কত সহ্য, কত মহানুভবতা হলে,
শত আঘাতে তাদের জন্য, দোয়ায় হাত তুলে।
রক্ত দিয়ে, দন্ত দিয়ে, ত্যাজিলেন  জন্মভূমি,
তবু তাদের ক্ষমা মাগে প্রভুর সেজদায় চুমি।
ধৈর্য ধরে সইলেন মুহাম্মাদ, আঘাত-অপমান,
ধৈর্যের ফল, বিশ্ব মাঝে আজকের মুসলমান।
যুগে যুগে যত ঋষি মনিষী ধৈর্য সাধনা করে,
শ্রেষ্ঠত্ব করিছে অর্জন, জাতি সভ্যতার উপরে।  
ধৈর্যের চেয়ে বড় কিছু, নেই কোন সম্পদ,
ধৈর্যের মাঝে লুকিয়ে আছে জন্নাতেরই পথ।।