জগতে আছে যত দুঃখ-অনুতাপ
ঋণ নিয়ে এলো তার মহা অভিশাপ।
ঋণী সদা দায়বদ্ধ স্বাধীনতা হীন,
ধুকে ধুকে বঞ্চনা দেয়,শুধুই ঋণ।
ঋণের বোঝা করে,জ্ঞান-বুদ্ধি অচল,
প্রতিবাদ প্রতিরোধে হারায় মনোবল।
ভিখারি দায়হীন, পায় দয়া-করুণা,
আকাশসম দায়ভার, ঋণীর লাঞ্ছনা।
উঁচু মাথা নীচু থাকে, রদ্ধ-কণ্ঠস্বর,
মিথ্যার কাছে নত,সত্যকে করে পর।
কখনো বা অন্ধ সাজে,সয় নির্যাতন,
বোবা ব্যথার যন্ত্রণা,বুকেতে আমরণ।
কঠিন-কঠোর রোগী,পুষে নিশ্চিত মরণ,
ঋণ গ্রহীতা নিরবে সদা,হৃদয়ে রক্ত ক্ষরণ।
স্বপ্নে দেখি অবিরত,ঋণদাতার ধিক্কার,
গুমতিতে কেবলি,করি আত্ম-চিৎকার।  
জীর্ণ-শীর্ণ কায় শক্তি-স্বাস্থ্য হীন,
স্বর্গ সুখের উল্লাসে বাজে মরণ বীণ।
কাটে না কাল রাত,ভয় ব্যথা গুনি,
নিঃশ্বাসে নিঃশ্বাসে শুনে মৃত্যুর আগমনী।।