শব্দ কখন  নিঃশব্দে ছুঁয়েছে আমাকে


সেকথা বুঝিনি কখনো


কখ্ন  যে ভেসে গেছি শব্দ  মায়াজালে


অনুভব করিনি কখ্ন ও ।


কখ্ন  যে  শব্দভেদী বাণবিদ্ধ


আহত পাখির মতো ঝাপটিয়েছি ডানা


শব্দ কখন এসে নিঃশব্দে  তুলেছে ঝড়


অন্তর গভীরে, সে কথা হয়নিকো জানা।


শব্দের  কাছে আমি হার মেনে গেছি


গুটিকয়  শব্দামৃতের জন্য ভিক্ষা  চেয়েছি,


কখ্নও বা হারিয়ে গিয়েছি আমি


অতলান্ত শব্দ-পারাবারে জানি না  তখনও।


মনের অজান্তে কখন  পৌঁছে গেছি


বহুদূরে- বহু উচ্চতার সেশব্দ - মিনারে,


শব্দ কখ্ন নিঃশব্দে  ছুঁয়েছে  আমাকে


সে কথা বুঝিনি  কখনো ।