এতদিন জ্বালিয়েছ, পুড়িয়েছ,


ঝলসে দিয়েছ তুমি আমার শরীর


এবার একটু ভিজিয়ে দাও,


তোমার  ওই  বৃষ্টিস্নাত নয়নের পাতে।


আবেশে জড়িয়ে রাখি  বৃষ্টি ঝরা রাতে


এসো ভিজি দুজনায়


এসো মিশে যাই নদী মোহনায়,


তুমি আমি ভেসে যাবো বৃষ্টি  ধারায়


সে নদীতে কত  ঢেউ


যেমন জানে না সাগর ,


তেমন জানে নাতো কেউ।