কৃষ্ণ-কাজল  মেঘের  দিকেকিয়ে থাকা,
মরুময়  জীবন-সীমান্তে  দাঁড়িয়ে
ওপারের  বৃষ্টি  দেখা।


যে জীবন পেল না কখনো
বৃষ্টি-ভেজা-আনন্দ,
যে জীবন  পেল  না
বৃষ্টি-স্নাত সোঁদা মাটির গন্ধ
সে তো জানেনা কখনো
বৃষ্টি-ঝরা গানের  ছন্দ।


বিরহী যক্ষ কাঁদে
সে কাজল মেঘের দিকে
নির্ণিমেষে  চেয়ে  থাকা।
কখনো কি ঝরবে না
মরুময়  জীবন-ভূমিতে,
হবে না কী--
বৃষ্টির আল্পনা  আঁকা ?
                ------নিতাই  মৃধা।
(বর্ষার  আয়োজন বিভাগের  জন্য)