ধূসর আকাশ নীলে
যাযাবর পাখি ডানা মেলে
উড়ে উড়ে যায় বহুদূর,
রুপালি সে ডানাখোঁজে
মেঘেদের  দেশে কোথা
এক ফালি সোনালি রোদ্দুর।


অনন্ত আকাশে উড়ে
মনে তবু লেগে থাকে
সবুজের ছোঁয়া,
অন্তর গভীরে তার ঢেউ তোলে
সাধ জাগে খুঁজে পেতে
একটুকু  অরণ্যের ছায়া।
বিষণ্ণ বিকেল শুধু পড়ে থাকে,
পড়ে থাকে শূন্য নীড়,স্বপ্নময় স্মৃতি-সুখ
অলৌকিক মোহময় মায়া।
------------------------