অনেক কিছুই  আঁকো তুমি    
         মহান শিল্পী  কবি
আঁকতে পারো বুকের মধ্যে
         মায়ের  মুখের  ছবি।


ঘুচিয়ে  দিয়ে  হিংসা-দ্বেষ
          ভালোবাসাই  আঁকো,
বিভেদের ওই  নদী পারে
          গড়তে  পারো সাঁকো।


বুঝব  তুমি শিল্পী কেমন
          আঁকতে পারো  যদি
মনের  মধ্যে ঐক্য-প্রীতির
          ঝর্ণা-পাহাড় -নদী।


আঁকতে পারো শান্তি-সুখের
          মজবুত  ইমারত,
আঁকো দেখি  সব-হৃদয়ে  
          অখন্ড এক ভারত।
-----------------------