এক  শিক্ষিকার  শিক্ষা-নমুনা
দেখিলাম টিভি-পর্দায়,
শিক্ষার নামে একী  ববর্বরতা
পশুকে হার  মানায়।


ঘুষি,কিল-চড়,লাথি  খেয়ে শিশু
ভয়ার্ত  চোখে  চায়,
খাঁচাতে বন্দি যেন  তোতা এক
যন্ত্রণায়  কাতরায়।


শিক্ষিকা নয়,এযে  জল্লাদ্দী,
একে কী শিক্ষক কয়,
শিক্ষক-জাতির কলঙ্ক এরা,
শিক্ষক এরা নয়।


শিশুদের  প্রতি সন্তানসম
স্নেহ যদি  না থাকে,
যতই  ডিগ্রী থাকুক না তার
শিক্ষক বলি না তাকে।


শিক্ষিত হলেই হয় না শিক্ষক,
হয় না শিক্ষা-দাতা,
শিক্ষিকা হতে হলে,আগে হতে হবে
স্নেহ-প্রবণ  মাতা।
------------------