মনের ভিতরে মন
জানো  কাকে  খোঁজে,
কে  আপন  কে  পর
মন  ঠিক-ই  বোঝে।


নদীর  ভিতরে  নদী
চোরা স্রোতে  বয়,
শিশুর  অন্তরে যিশু
ঘুমায়ে সে  রয়।


মুখোশ  আড়ালে  মুখ
চেনা  বড়  দায়,
মায়ের  স্নেহের  ডাক
ঠিক-ই চেনা  যায়।
------------------