অনন্ত  আকাশ-বুকে  তারারা  ঘুমিয়ে  থাকে
                                       অলস  দুপুরে,
সন্ধে হলে  জেগে ওঠে,পসরা  সাজিয়ে  বসে
                                      কানাগলি জুড়ে।


বাঁকা চাঁদ,বাঁকা চোখে,ইতি-উতি চায়
কতজন  আসে  যায়
অন্ধকারে মিশে  যায়
             সে  হিসেব রাখে কতজনে,
কে  কখন জ্বলে  উঠে নিভে গেল
            কতজন রাখে তারে মনে।


কখনো আকাশ বুকে দুরন্ত মেঘেদের হানা,
কেউবা হারিয়ে  যায়,
কেউবা  নিরুদ্দেশ, মেঘে ঢাকা তারা
হয়নিকো  জানা।


তার-ই মাঝে বেঁচে থাকে উজ্জ্বল  তারারা
পথিকের দিশা  হয়ে অমর আকাশ বুকে
সে যে ধ্রুবতারা।
--------------------------------