নামি-দামি  কেউ-কেটা কিছু বল্লেই,
কিংবা  লিখলেই, বুঝে বা না বুঝেই  চলে
হাত-তালির  ধুম------,


কিন্তু,আমার  বেলা  কুন্ঠা  কেন?
সামান্য  একটু  বাজাতে  তালি
পকেট হয় না খালি,
তবুও  বাজেনাতো তালি।


জানি, যেখানে  দাঁড়িয়ে আছি
তার নীচে শুধু  চোরা বালি,
তাই,বলি  বন্ধু-,
দু-হাত বাড়াতে যদি না পারো-
বাড়িয়ে দাও না এক হাত,
আর এক হাত ধার দেব আমি
কেননা, এক হাতে বাজে নাতো তালি।
-------------------------------