বছরের পর বছর এই পথ ধরে হাঁটছি; হাঁটছি- হেঁটেই চলেছি... লক্ষ্য স্থির কিন্তু পথ সীমাহীন!
হটাৎ তোমাদের সঙ্গে দেখা (নির্দিষ্ট করে তোমার সঙ্গে) ; তবু হাঁটছি-হেঁটেই চলেছি, এখানে দেহ ছাড়া কিছু নেই
রোদে-জলে-কাদায় মাখামাখি, তবু হাঁটা আর শেষ হয়ে না...
হাসি-কান্না-দুঃখ-কষ্ট সব এই হাঁটার মধ্যে দিয়েই অতিবাহিত হচ্ছে, কিন্তু হাঁটা শেষ হবে কবে? সেই লক্ষ্যে পৌঁছানোর পর,
তবে সকলেই এই লক্ষ্যে পৌঁছানোর জন্য অপেক্ষায়!