সাধনার ধন আপন হলে, হঠাৎ হয়ে গেলে পর,
দুমড়ে মুচড়ে দিলে স্বপন, ভেঙে দিলে আশার ঘর।
সত্যিটা কী, মিথ্যাটা কী, করলে না তো যাচাই,  
বিচার দিয়ে ভুল-শুদ্ধ করলে না তো বাছাই।
মাথার উপর ভুলের আকাশ, মেঘ জমেছে কালো,
ভুলের ভিড়ে মরছে ডুবে আমার আশার আলো।
তবুও তো আশায় আছি, ভাঙবে তোমার ভুল।
অথৈ সাগর সাঁতরে পাবো তোমার মনের কূল।