মাঝরাতে জানালা খুলে বাইরে ফেলি দৃষ্টি
লোড শেডিং মহড়ায় সাথী জ্যৈষ্ঠের বৃষ্টি
কান পেতে শুনি ঝিরঝির ঝিরঝির শব্দ
ঘুমন্ত নগরী, অন্ধকারাচ্ছ্ন্ন, চারদিক স্তব্ধ
বিজলীর আলোগুলো ঝলকে ঝলকে ওঠে
হৃদয়ের ভিতরের কাঁপন চমকিত দু'ঠোঁটে  
ভাবনার জগত আলোড়িত হয়ে দেয় নাড়া  
কল্পনার জগতে হারিয়ে হয়ে যাই দিশেহারা
উদাস মনের গহীনে লাগে অবিরাম দোলা
হারিয়েছি দূরে কোথাও, আমি আত্মভোলা!