বাবা,
সেই যে শৈশবে চোখে এনে দিতে ঘুম
হৃদয়ের পরশ দিয়ে দু'গালে দিতে চুমু।


বাবা,
শাসন-স্নেহে ধরে রেখে দিতে কাছে
তোমার মতো বীর আর কেউ আছে?


বাবা,
তোমার দুহাত ধরে হয়েছে শিক্ষার শুরু,  
তুমি পিতা, তুমি বন্ধু, তুমি মোর গুরু।


বাবা,
তোমার কল্যাণে চিনেছি পৃথিবীর সব
বিষণ্ণ হৃদয়ে দিয়েছো আনন্দ কলরব।


বাবা,
চিনিয়ে দিয়েছো পৃথিবীর রূপ, দর্শন।
তুমি শাশ্বত, চির আপন, তুমি চিরন্তন।


বাবা,
সন্তানকে দাও উপদেশ, সাহস, শত আশা,
তোমাতে রাখছি তাই সম্মান-শ্রদ্ধা-ভালোবাসা।