হাজার বিপদ একাই সামলেছি
কতো যে ব্যথা গেছি সয়ে
বুকে জমানো সব বেদনার ভার
লুকিয়েছি অনড় পাষাণ হয়ে।  
ক্ষণে ক্ষণে কতো দুঃখ পেয়েছি
আড়ালে ঝরিয়ে চোখের পানি
ভেঙে গিয়েছি তবু মচকাইনি আমি
নীরবে সয়েছি সকল গ্লানি।    
বুকে চাপা আগুন থেকে থেকে জ্বলে
পুড়েছে হৃদয় তবু যাইনি থেমে
বাধা দিয়ে অনেকে চেয়েছে নামাতে
বিশ্বাসের বল তবু যায়নি নেমে।  
নিন্দা, কুৎসা, রটনা অপবাদগুলো  
পারেনি আমায় দমাতে মনে
পরম মমতায় বোধ চেতনার হাল  
ধরেই রেখেছি আমি প্রতিক্ষণে।  
আমি হারাইনি পথ, হারাইনি দিশা,
হারাইনি মনের সঞ্চিত বল,
লক্ষ্যটাকে অটুট রেখে চলেছি আমি
লক্ষ্যের পথে সদা অবিচল।
বিশ্বাস গভীর, লক্ষ্য ছুঁবো জানি
ছুঁটে যাবো বন্ধুর পথ বেয়ে
উপহাস করে যারা দূরে গেছে
তারাই দেখবে শুধু চেয়ে চেয়ে।
যদি কর্ম তাড়না মনের গভীরে থাকে
লক্ষ্য অটুট আর বিশ্বাস হৃদয়ে,
তবে সাফল্যের পথে কিছু হয়না বাধা,  
বাধা হয়না কিছু কারো বিজয়ে।