মসজিদের শহর ঢাকা, জানি,
রিকশার শহর ঢাকা,
যানজটের শহর এই ঢাকাকে
যায় না দেখা ফাঁকা।
যে দিকে চাও মানুষে মানুষ
চলছে মানব ধারা,
গগনচুম্বি ভবনের এই শহর
হচ্ছে দিশে হারা।
কোথায় যে এর হচ্ছে শুরু
কোথায় হচ্ছে শেষ
সেটা হিসেব করতে গেলে
বিগড়াতে হয় বেশ।
গাছ কেটে হচ্ছে রাস্তা, ভবন
দেউলিয়া পরিবেশ
ধূলোমাখা এই ঢাকার বাতাসে  
স্বস্তি নিরুদ্দেশ।
এই ঢাকাকেই সাজিয়ে নাকি
করবে তিলোত্তমা,
কোথা থেকে তাই হচ্ছে এখানে
বিদেশী বনসাই জমা।
কৃষ্ণচূড়া, সোনালু, পলাশ
ইতিহাসে পাবে ঠাঁই,
ঢাকা শহর সাজাতে রবে
পথে পথে বনসাই।
এ শহরে রবে না উচ্ছল প্রাণ
মনহীন দেহ খাঁ খাঁ,
কৃত্রিমতার এই শহর হবে
বনসাইয়ের শহর ঢাকা।