কালোমেঘা আকাশটা করে তোলপাড়,
দমহীন বেগে ছোটে হাওয়ার পাহাড়,
সুর্য্য আড়াল হয়, ছড়িয়ে যায় কালো,
কর্ণ বিদীর্ণ করে জ্বলে বিজলীর আলো,
পাখনা মেলে নাচে নীল ময়ূরের দল,
ধুলোবালি মেখে করে হাওয়া দোলাচল।
সীমান্ত হারিয়েছে যেনো কালো মেঘে,
শোঁ শোঁ শব্দে বহে হাওয়া অতিবেগে,
সবুজ বৃক্ষগুলোর মুখে বিমর্ষতা ভার,
বাদলের মাঝে পড়ে সব হয় ছারখার,
নিমিষেই শুরু হলো ঘন বৃষ্টির পালা,  
ধুয়ে গেলো প্রকৃতির সব দুঃখ-জ্বালা।
বৃষ্টি থামলে ফের জেগে উঠে বেলা,
দিগন্তের বুকে শুরু হয় রঙধনু খেলা।
বৃষ্টির জলে গেলো সব দুঃখকষ্ট ভাসি,
কালোমুখা পৃথিবী ফের দিলো হাসি।