এমন একটি কবিতা চাই


যে কবিতা
মানবতার কথা বলে,
ভাতৃত্বের কথা বলে,
মেল বন্ধনের কথা বলে।


যে কবিতা
ধর্মান্ধের বিরুদ্ধে
গোঁড়ামী, অপধর্মের বিরুদ্ধে কথা বলে।
অপকর্ম, অকল্যাণ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে।


যে কবিতা
বর্ণচোরা, মুখোশধারীর বিরুদ্ধে
ভন্ড, প্রতারক, মুনাফেকের বিরুদ্ধে
জালিম, অত্যাচারী, অনাচারীর বিরুদ্ধে কথা বলে।


যে কবিতা
সততার কথা বলে,
উদারতার কথা বলে,
সরলতা-শালীনতার কথা বলে।  


যে কবিতা
নির্লিপ্ততাকে রুখে জাগরণের কথা বলে।
মিথ্যে, কলুষণকে দূরে ঠেলে সোজা পথে চলে।


যে কবিতা
নিমিষেই গুড়িয়ে দেয় অসাম্যের বাঁধ
মানুষে মানুষে এক করে দিতে করে বিভেদ বরবাদ।


যে কবিতা
কাব্যের অগ্নিঝরা ভাষায় দূর করে কালো
অক্ষর-পংতি-ছন্দে বিচ্ছুরিত করে আলো।