আসলে ফাগুন লাগবে আগুন বনে,
ফুলে ফুলে ভরবে সবুজ,
মনটা তবু বেজায় অবুঝ,
এই ফাগুনে কী কথা বয় মনে?
রঙে রঙে ভরছে শিমূল শাখা,
ডাকছে শতেক কোকিল জোরে,  
মন ভরে যায় কিসের ঘোরে?
দেহের ভিতর যাচ্ছে না মন রাখা।
যাচ্ছে বহে উষ্ণ-শীতল হাওয়া,
মুকুল মুখে লাগছে দোলা,
মনের দুয়ার হচ্ছে খোলা,
হঠাৎ করে যাচ্ছে বেড়ে চাওয়া।  
ফুলে ফুলে চলছে রঙের খেলা,
মধুর নেশা ভ্রমরদলে,
মনটা আমার নেশার ছলে
উড়ু উড়ু করছে সারা বেলা।  
নদীর বুকে বইছে জলের ঢেউ,
কলকলানি জলের ধারা,
মন যে আমার দিশেহারা,
প্রেমের আগুন দেখে না কি কেউ?