কেনাকাটার হিড়িক ফেলে দিয়েছো তোমরা
পারলে যেনো কিনে ফেলো সারা বিশ্ব  
দূর হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখে যাই
নিষ্ফলা আবেগে অশ্রু ঝরে, আমি নিঃস্ব।  


দোকান-বাজার-শপিং মল ঘুরে পোষাক কেনো
লাল-নীল-কমলা-সবুজ-সাদা-হলুদ-বেগুনী
কপর্দকশূন্য নিরুপায় আমি কপালকেই দুষি  
গরীবের ঘরে জন্মে পেয়েছি দারিদ্রের আগুনই।  


টাকার জোয়ারে ভেসে ভেসে আনন্দ কেনো সবে
দেশ বিদেশে ঘুরে অসীম উন্মাদনায় করো ঈদ।
হতভাগা গরীব আমি, আড়ালে গেলেই বাঁচি  
আমার আনন্দ চুরি হয়ে গেছে, কাটা পড়েছে সিঁধ।