সবুজ গাঁয়ের ছোট্ট যে ঘর
সে ঘর তবু ভালো
নিত্য সে ঘর হাওয়ায় মাতে
ঝলমল করে আলো।
নগরের এই বাসা আমার
যেনো কয়েদখানা
চারদিক ছেয়ে ইটপাথরে
আঁধার বাঁধে দানা।
নাই মুক্ত আলো বাতাস
জীবন জুড়ে ধাঁধা,  
কাঁটায় ভরা চলার পথ
হরেক রকম বাধা।
ইচ্ছে করে এ নগর ছেড়ে
গ্রামে চলে যাই
মুক্ত আলো-বাতাস নিয়ে
বাঁচার স্বাদ পাই।