সময় যেনো মহাবৃত্ত এক, চতুর্দিকে সদা বিরাজমান    
বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি সময় মানবের তরে অমূল্য দান।    


সময় প্রবাহেই পরিপক্কতা, আসে নৈপুণ্য, আসে জ্ঞান  
সময় সৎব্যবহারে প্রজ্ঞাবানই জীবদ্দশায় হন মহীয়ান।


ইতিহাস ঐতিহ্য ধারণ করে যে দৃপ্ত সময় প্রবাহমান
আগামীকে করে তোলে সুন্দর, কর্ম উদ্যমে বেগবান।  


বিচারে নেই পক্ষপাত তার; যেমন কর্ম তেমনই ফল  
প্রয়োজনে সে নিষ্ঠুর, নির্দয়; ন্যায়বিচারে রয় অবিচল।  


শুভদিন শুভ কাজের প্রতিদান, অশুভ কাজে দুঃসময়
আষ্টেপৃষ্ঠে জেঁকে বসে সে, কখনো বুঝি ছাড়বার নয়।    


বিগত সময় শুধুই অতীত, সমুখে অনিশ্চিত ভবিষ্যত,
বর্তমানকাল অস্তিত্বময়, জয় করি তারে নিয়ে হিম্মত।  


শুভ কর্মেই সময় হয় শুভ, সময় অশুভ হয় অপকর্মে  
সময় বিনষ্টে পাপই বাড়ে, বোধোদয় হোক মানবমর্মে।