যে বাঁধনে বেঁধেছো গো মোরে
দৃঢ়তায় গেঁথে তব বাহুডোরে,
কোন বেষ্টনীতে ঘিরেছো আমায়,  
খাঁচায় করেছো বন্দী?
আমি যেনো আজ যাই সব ভুলে
তরী বেয়ে আসি শুধু তব কূলে
তোমার জীবনের সাথে করে যেতে
আমার জীবন সন্ধি।


‘আহা মরি, মরি!’ যতো বারই করি,
ততো বারই পড়ি মধ্যে।  
হৃদয় ধনুক থেকে তীর ছুঁড়ে তুমি
আমায় করেছো বধ যে।
হৃদয় গভীরে রেখে দাও তবে
সবকিছু, দেখো, সুখকর হবে।
সুখের সাগরে ঢেউ তুলে যখন
প্রাণ খুলে শুধু হাসবে,
আমার প্রাণে দোলা দিয়ে তুমি
সুখের ভেলায় ভাসবে।


তোমার জন্য এ জনম আমার,
তোমাতে লাগাই বাজি,  
তোমার হৃদয় সাগরে ডুবে
মরতেই আমি রাজি।  
মরে গিয়েও প্রতিবার আমি
বেঁচে যাবো শুধু প্রেমের জোরে।
তোমার সাগরে হাবুডুবু খাবো,
কাছে রেখো তুমি আপন করে।