বিদ্যার আধিক্য দ্বারা বোঝায় না কেউ বিশেষজ্ঞ
বিদ্যার অহমে অহংকারী যে তিনিও প্রকৃত অজ্ঞ।
অল্প বিষয়েও ক্রমাগত জ্ঞান অর্জন করেন যিনি
জ্ঞানের ভান্ডার বাড়িয়ে তবে বিশেষজ্ঞ হন তিনি।
ডিগ্রী দিয়ে কেউ পারে নি হতে বিদ্যার বাহাদুর
শিক্ষার আলোকধারায় যদি অন্তরেই না রয় নূর।
ডিগ্রী কেবল প্রুতিশ্রুতি কিছু, কৃতিত্ব নয় কোনো,
জাগতিক এক আচার এ যা সনদ হিসেবে গোনো।
সুশিক্ষা তো কভু হয় না বন্দী সনদ পাতায় পাতায়
মানবতার আলোকিত সব থাকে সুবিদ্যার খাতায়।