জ্ঞান যদি কাজেই না আসে তাকে বলো না জ্ঞান
ক্ষণে ক্ষণে সঞ্চিত সে জ্ঞান ডেকে আনে অবসান।
বিচ্ছুরিত আলোয় প্রজ্বলিত নয় তা নয় জ্ঞান তবে
সৃষ্টির তরে বিমুখ সে জ্ঞান ছড়ালো না আর ভবে।
জ্ঞান সাধনায় মত্ত থেকে যে জ্ঞানকে আঁকড়ে ধরে
সে জ্ঞানের গরিমা-অহম শীর্ণ দেহেই যায় যে মরে।
অর্জিত সকল অপূর্ণ জ্ঞান বিকল থাকে জ্ঞানীর ঘরে,  
বিতরণের মাধ্যমেই জ্ঞান প্রকৃত পূর্ণতা লাভ করে।