মন মানসে ধরে না রং শুধু শিক্ষা দিয়ে
কেউ হয় না পূর্ণ মানুষ বিবর্ণ মন নিয়ে।  
ক্ষুধার্ত মন হয় না তৃপ্ত শিক্ষাদীক্ষা পেয়ে
মন ময়ূরী শুধু থাকে মেঘের পানে চেয়ে।
মেঘ দেখে মন ময়ূরী পেখম মেলে নাচে  
তৃপ্ত মনে লাগলে ঝলক ময়ূরী প্রাণ বাঁচে।
লোকখাদ্যে ভরে নাতো মানবমনের ক্ষুধা
অতৃপ্ত মন চায় যে পেতে অমৃত এক সুধা।
নির্বোধজনে কভু কি সে সুধার খোঁজ পায়?
শিল্প সাহিত্য চর্চাতে সে সুধা পাওয়া যায়।