যেখানে বিদ্যা শূন্য সেখানে নেই ভালোমন্দের বিবেচনা
নেইতো পাপ-পূণ্য যাচাই, সেখানে নেই বোধের প্রেষণা।
মূর্খ লোক জানে কি বিদ্যাই স্বর্গের পথ করে আলোকিত,
নির্জনে সঙ্গী বিদ্যা, সহচর মরুর বুকে, বিপদে বীরোচিত
বর্মসম হয়ে রক্ষা সে যায় করে, জীবনের পথে আনে গতি,
দুঃখ বিদূরিত করে বিমলানন্দ আনে ঘরে, আনে সমুন্নতি।  
সকল কষ্ট, সকল হতাশার জাল টুটে সম্মুখে শুধু ছুটে চলা
বিদ্যা এমনই শক্তি এক যার দ্বারা কল্যাণের কথা হয় বলা।
ব্যক্তির সম্পদ সে, সমাজের অলংকার, রাষ্ট্রের শক্তি সব
যেখানে বিদ্যা আছে সেখানে আছে জীবনের সব কলরব।