সত্য এই যে সবার মনে আশা-আকাঙ্ক্ষা জাগে  
ভালো কিছু পেতে হলে ভালো হতে হবে আগে।  
কিম্ভূত বিদঘুটে পথে যে করেছে ভালোর আশা  
সে আশাতে মন্দই আসে, আঁধারই বাঁধে বাসা।
অসৎ গুণে যার চিন্তা পূর্ণ সে দেখে না সৎ কিছু
সাফল্যের শিখর ছুঁতে যেয়ে ছুটে মন্দেরই পিছু।  
সৌভাগ্যের সাথে নিবিড় বন্ধনে বাঁধা যে সৎগুণ
সে গুণহীনকে অবশেষে পোড়ায় ব্যর্থতার আগুন।