বিদ্যা কভু আসে না কাজে না থাকে যদি অভিজ্ঞতা ,
অভিজ্ঞতাই গড়ে দৃঢ় জীবন, শিক্ষায় আনে যথার্থতা।  
সে শিক্ষা রয় গুণহীন অকেজো বাস্তবে তা মূল্যহীন
অভিজ্ঞতা মানে দীপ্ত নয় যা, আঁধারেতে হয় বিলীন।    
অভিজ্ঞ লোক হোক বৃদ্ধ তবু মূল্য যে তাঁর কমে না,  
পদে পদে তাঁর বাস্তবতা দেখায় গুরুত্বটাও দমে না।    
বিদ্যা হয় তো পড়ে থাকে পিছে, অভিজ্ঞতাই কাজে
লেগে যায় যে কতো সময়! বৃথা পড়ে থাকে না যে।