হাজার গ্রন্থ পড়লেই তাকে বিদ্যা শিক্ষা বলে না।
জ্ঞান বিজ্ঞানের ভান্ডারকেও শিক্ষা বলা চলে না।
নানাবিধ জ্ঞান পাহাড় সমান তবুও তা শিক্ষা নয়।  
দম্ভ, দাপট, ধনদৌলত তাই কি শিক্ষার পরিচয়?
শিক্ষা জ্ঞানে পূর্ণ যে জন সে জন যদি অবাধ্য হয়
শিক্ষিত সে যে হলো না কভু, হলো শুধু অবক্ষয়।
যে ধরেছে যথাস্থানে আবেগ-ইচ্ছার লাগামখানি
সফলকাম ও শিক্ষিত সে - এ সত্য সবাই মানি।