আছে দু'চোখ তবুও তো কতো লোক যে অন্ধ,
আপন চোখে নিত্য দেখে ঘটতে ভালো-মন্দ!  
নাই যে তাদের বিচারবুদ্ধি, নিশ্চুপ থেকে সয়;  
বিদ্যাবিহীন মানুষগুলোর কপাল পোড়াই রয়!
বিদ্যা, বিবেক, জ্ঞানধারা ছোটে আলোর পানে  
ভালো-মন্দের বিচার করার শক্তি খুঁজে আনে।  
মূর্খতার রাজ্যে জ্ঞানহীনতা খোঁজে নরক, মর্গ;    
বিদ্যাই তার আপন আলোয় দেখিয়ে দেয় স্বর্গ,
নির্জনতায় সে সহচর হয়ে সর্বদাই পাশে থেকে    
সমূহ বিপদ রুখবে সেই তোমায় আগলে রেখে।  
বিদ্যা যে মূল্যবান সম্পদ হয় না সে কভু ভাগ;
সে তো বিদ্বান জনের কল্যাণ তরে পূর্ণ সজাগ।    
বিদ্যাহীনতার ধারক যে জন সে জন কুলাঙ্গার;
বিদ্যা হলো বিজয়ীর অসি, জীবনের অলঙ্কার।