কর্ম সাফল্য সাধনায় যে মানুষ কর্মেই বোঝে ধর্ম
অধ্যাবসায়, আন্তরিকতাই তার সাধনা রক্ষার বর্ম।  
হয় না সে জন হতচকিত কভু ভাবনার কিছু ভুলে,
কখনোও উদ্বেগ, সংশয়ে ভুগে রাখে না কর্ম তুলে।
প্রতীত যে তার প্রতিজ্ঞাগুলো অটুট থাকে বিশ্বাসে,
ঘর্মাক্ত দেহ ক্লান্ত শ্রান্ত তবু আশাই ঝরে নিঃশ্বাসে।  
প্ররোচনার দাহে পোড়ে না সে, করে না সে লোভ;
স্বীয় সাধনায় সফল হতে হবে, নেই অযথা ক্ষোভ।
হিংসুক জনের রক্তিম চোখে রাখে না নিজের চোখ,
সম্মুখে এগোতে হতে হবে, পিছে যতো কথা হোক।
কর্মব্যস্ত সে মানুষ জানে সাধনায় তৎপরতার রীতি,
জীবনের এ পথ মসৃণ তো নয়, মনে নেই সে ভীতি।    
ইতিহাস লেখার সময় তো নেই কর্মঠ মানুষের ঘরে,  
কর্মসাধনায় সফল সে মানুষই ইতিহাস রচনা করে।