এই অবনীর বুকে তুমি ধুঁকে ধুঁকে ভুগেছো কতো দিন!
কতো কাজ করে দিলে ধরা ভরে মিটিয়ে তোমার ঋণ!  
মানবতা বোধে সব বাধা রোধে পার হতে তুমি পারলে,
পেলে কিছু জয় তুমি হয়ে নির্ভয় আবার কখনো হারলে।  
কষ্ট পেলে কতো তুমি অবিরত! ছাড়োনি যুদ্ধের এ মাঠ,
এ জীবনের বাঁকে বাধা ঝাঁকে ঝাঁকে, নিয়েছো এই পাঠ।  
যা কিছু ভালো যা ধরে আলো ছড়ালে তারেই জীবনভর,
করেছে আহত উপহাস যতো লড়ে গেছো নির্ভয় নিরন্তর।  
নয়তো বিভেদ, মানবতা অভেদ এই হলো তোমার বাণী;
সবকিছুর উপরে রেখেছো যে ধরে শুধু মানুষের কল্যাণই।
এযে আস্তিক ওযে নাস্তিক-এ বিভেদ করে কী লাভ বলো?
শুধু দেখা হোক কে সে লোক যার দ্বারা মানবকল্যাণ হলো।