দেশ বিদেশের ভুঁই চষে চষে খুঁজে বেরাও তারে
অভুক্ত, রুগ্ন, জীর্ণ, শীর্ণ, দুঃস্থ, দুঃখী বলে যারে!      
পাকা কিম্বা মেটে পথ হেঁটে হেঁটে খুঁজো সারাক্ষণ
কে আছে জগতে অভাব আঘাতে খুঁজছে যে মরণ।  
বিল সাগর নদী বয়ে নিরবধি ছুটলে দূরের দেশে
দেখা পেতে তার জান যায় যার ক্ষুধা তীব্র ক্লেশে!  
এমন বিরল বদান্যতা তোমার! করতেই হবে দান
জগত জুড়ে আছে যতো দারিদ্র হবে তার অবসান!  
আপন বাড়ির ভিতরে ক'জন পেলো না খাদ্য কিছু,
নিলে না খোঁজ একটুও তার! ছুটছো কাদের পিছু?
যে বদান্যতার হলো নাকো শুরু আপন ঘরের তরে
সে বদান্যতায় জগতের দারিদ্র ঘুচবে কেমন করে?
প্রকৃত মানবিক সমাজ সেবা যা নিজ গৃহে শুরু হয়  
সর্বত্র ছড়িয়ে সেই বদান্যতা আনে কল্যাণ বিশ্বময়।