মসৃণ পথে এগিয়ে যায় দেশ, দেখতেও লাগে ভালো।
শহরে নগরে ছেয়ে যায় দেশ, ঘরে ঘরে জ্বলে আলো।  
জনে জনে দেখি বিদ্যার ছোঁয়া, জ্ঞান গরিমায় উজ্জ্বল।
এ মানব সমাজ উন্নয়নের গানে নিত্য করে কোলাহল।
চলন-বলন বসন-ভূষণে সমাজে অগ্রগতির ভাব দেখি।
দেখি না তো কখনো দু'চোখ রেখে ভিতরটা কি মেকী।  
পরিবর্তন আর উন্নয়ন বানে প্রসিক্ত অন্তরে তবুও ভয়-
দৃষ্টির সীমায় আপাত যা আসে বাস্তব যদি উল্টো হয়!
উপরেতে যা দেখি তা হয় যদি উপরে পরা লেবাশটাই,
এ মসৃণ উন্নয়নও যে তবে মানবতা পুড়িয়ে করবে ছাই।    
যদি উন্নত না হয় ব্যক্তিচরিত্র, অন্য উন্নয়ন ভ্রান্তি ঠাঁসা;  
ব্যক্তিগত চরিত্রই যে মানবসমাজের সবচেয়ে বড় আশা।