দুই হাত তোমার উজাড় করে যতোই করো দান
পারবে না তবু করতে যে এই দারিদ্রের অবসান।
চিরদিন কাউকে দান-সাহায্য করা সম্ভবপর নয়;
নিজেকে যে সাহায্য করে না তার উন্নতি কি হয়?  
দারিদ্র পায় আশকারা বেশ পরনির্ভরশীল লোকে,  
বিদ্রুপ দাহে জ্বালিয়ে মারে অভাবে, রোগ-শোকে।  
হাতভরে দান-খয়রাত পেয়ে কর্মঠ যদি অলস হয়,  
সেই আলস্যের বালাই ছড়াবে ক্ষুধা দারিদ্র সর্বময়।
পরের দানে যে ব্যক্তি বিমুখ, ব্যস্ত নিজ কর্ম পানে
দারিদ্র ঘোচানোর সমূহ মন্ত্র সেই তো ভালো জানে।
যে সমাজে দান-খয়রাত নেবার ইচ্ছে কারোর নাই,    
সে সমাজের সুখানন্দের ভীরে দারিদ্র পায় না ঠাঁই।